thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

কর্মসূচি অব্যাহত থাকবে : খালেদা

২০১৩ ডিসেম্বর ২৯ ১৩:১৫:০৮ ২০১৩ ডিসেম্বর ২৯ ১৫:২০:০০
কর্মসূচি অব্যাহত থাকবে : খালেদা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ‘কেন্দ্রীয় কার্যালয়ে আজ না যেতে পারলেও কাল যাব। কাল না পারলে পরশু যাব। কর্মসূচি অব্যাহত থাকবে।’

গুলশানের নিজ বাসভবন থেকে রবিবার বিকেল ৪টার দিকে মার্চ ফর ডেমোক্রেসিতে যোগদানের উদ্দেশে বের হলে খালেদা জিয়াকে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ক্ষুব্ধ হয়ে এ সব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আমি চলমান সংসদের বিরাধীদলীয় নেতা। আমাকে যেতে দিন আমাকে যেতে হবে।’ জাতীয় পতাকা হাতে নিয়ে খালেদা জিয়া রবিবার বিকেল পৌনে ৪টার দিকে বাসা থেকে হেঁটে বের হওয়ার চেষ্টা করেন।

খালেদা জিয়া প্রশ্ন ছুড়ে বলেন, ‘এ সরকার যদি দেশপ্রেমিকই হবে তাহলে সেনাবাহিনীর এতো অফিসারকে হত্যা করেছে কেন? আমরা নাকি শুধু হরতাল, অবরোধ দিই। তাহলে আজ বাস বন্ধ কেন?’

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে। গোপালগঞ্জ আর থাকবে না।’

বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘অন্যের গোলামী করেন? দালালী করেন? আপনি কী শুরু করেছেন? দালালি করে কেউ টিকে থাকতে পারেনি। ইতিহাস সে কথাই বলে। দালালি করে কোনো লাভ হবে না।’

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের কাজ দেশ ও মানুষ রক্ষা করা। আপনারা ঘরে ঢুকে হত্যা, ভাঙচুর করেন কেন? আপনারা কি মনে করেন, এগুলোর কোনো হিসাব হবে না। এদের আত্মীয়দের চোখের পানি কি বৃথা যাবে? আপনাদের আত্মীয়দেরও চোখের পানি ফেলতে হবে।’

পুলিশকে তিনি বলেন, ‘আপনারা চাকরি করেন। ভালোমতো চাকরি করবেন। আপনাদের যা দায়িত্ব তা পালন করুন। আপনাদের দায়িত্ব আমার বাসার সামনে রাস্তায় পাহারা দেওয়া। বাসার ভেতরে ঢুকে পড়েছেন কেন?’

এ সময় তার আশপাশে থাকা নারী পুলিশ সদস্যরা একটু চেঁচামেচি করলে খালেদা জিয়া তাদের ধমক দিয়ে বলেন, ‘এই মেয়ে তোমরা ঝগড়া করছো কেন? চুপ করো। বেয়াদব সব।’

সামনে থাকা পুলিশ অফিসারকে তিনি বলেন, ‘আপনাদের অফিসার কোথায়? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে। আমি তার সঙ্গে কথা বলব।’

তিনি বলেন, ‘গণতন্ত্র আজ ধ্বংসের মুখে।’ দেশ রক্ষার যে কর্মসূচি দেওয়া হবে তাতে জনগণকে সাড়া দিতে আহ্বান জানান খালেদা জিয়া।

বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘এ সরকার অবৈধ। এ সরকার থাকলে গণতন্ত্র অচিরেই বিদায় নেবে।’

আজকের কর্মসূচি সফল করার জন্য তিনি আইনজীবী, সাংবাদিক এবং জনগণের প্রতি সহানুভূতি ও ধন্যবাদ জানান।

(দ্য রিপোর্ট/এমএইচ এএইচএ/ এসএ/এনডিএস/এইচএসএম/লতিফ/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর