thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

দেশবন্ধু পলিমার ‘বি’ ক্যাটাগরিতে

২০১৩ ডিসেম্বর ২৯ ১৫:৩৩:৩৯
দেশবন্ধু পলিমার ‘বি’ ক্যাটাগরিতে

দ্য রিপোর্ট প্রতিবেদক: নিয়মানুযায়ী লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় দেশবন্ধু পলিমারকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ ডিসেম্বর থেকে এ শেয়ারের লেনদেন ‘বি’ ক্যাটাগরির অধীনে হবে। কোম্পানিটি ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ায় এর ক্যাটাগরির অবনমন হয়েছে।

এর আগের বছর দেশবন্ধু পলিমার ৫ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

দেশবন্ধু পলিমার ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৩০ লাখ টাকা। বর্তমানে এ শেয়ারের মূল্য আয় অনুপাত ৪৩.৪৬।

(দ্য রিপোর্ট/এইচকে/সাদিক/ডিসেম্বর ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

কোম্পানি সংবাদ এর সর্বশেষ খবর

কোম্পানি সংবাদ - এর সব খবর