thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ঢাবি শিক্ষকদের পেটালো প্রজন্ম লীগ

২০১৩ ডিসেম্বর ২৯ ১৬:৩২:২১
ঢাবি শিক্ষকদের পেটালো প্রজন্ম লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’র সমর্থনে মিছিল নিয়ে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকসহ ৬ জন প্রবীণ শিক্ষক। আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা এ হামলা চালায়।

হাইকোর্টের পাশে কদম ফোয়ারার পাশে রবিবার দুপুর সোয়া ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় পুলিশকে কোন ভূমিকা নিতে দেখা যায়নি।

দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দার ও ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে কার্জন হল থেকে অর্ধশতাধিক শিক্ষকদের একটি মিছিল নয়াপল্টনের দিকে রওনা হয়। কদম ফোয়ারার পাশে মিছিলটি আটকে দেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম। পরে সেখান সংক্ষিপ্ত সমাবেশ করতে থাকেন শিক্ষকরা। সমাবেশ চলাকালে সোয়া ২টার দিকে ‘জয় বাংলা’ ও ‘রাজাকারদের ধর’ বলে লাঠি ও স্ট্যাম্প নিয়ে শিক্ষকদের ওপর হামলা চালায় প্রজন্মলীগের শতাধিক নেতাকর্মী।

হামলার এক পর্যায়ে শিক্ষকরা দৌড়ে কার্জন হলের দিকে যেতে থাকেন। এ সময় দৌড়াতে থাকা শিক্ষকদের লাঠিপেটা করে প্রজন্ম লীগের কর্মীরা। এ সময় পিছনে থাকা ঢাবি শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সিনেট সদস্য ড. তাজমেরী এস এ ইসলাম ও ড. শাহনাজের ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি করে প্রজন্ম লীগের কর্মীরা। এ সময় স্ট্যাম্পের আঘাতে আহত হন ঢাবি’র সাবেক প্রো-উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দার, ড. সুকোমল বড়ুয়া, ড. ইস্র্রাফিল, ড. লায়লা নূর ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ।

পরে হাইকোর্ট মাজারে আশ্রয় নেওয়া ঢাবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামরা চালিয়েছে। হামলায় আমাদের ম্যাডামসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘প্রথমে পুলিশ আমাদের সহযোগিতা করলেও পরে হামলার সময় নীরব ভূমিকা পালন করে। আমরা শিক্ষক হওয়া সত্ত্বেও আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের হাতের জাতীয় পতাকা পদদলিত করা হয়েছে।’

এ দিকে হামলার নেতৃত্ব দেওয়া আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় দ্য রিপোর্টকে বলেন, ‘ওরা জামায়াতের দালাল। এ জন্য ওদের পিটিয়েছি।’

একই সময় সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলুল করিম আরিফ পাটোয়ারী দ্য রিপোর্টকে বলেন, ‘ওরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এ জন্য ওদের সরিয়ে দিয়েছি।’

(দ্য রিপোর্ট/সাআ/জেএম/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর