thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫,  ১৫ জমাদিউস সানি ১৪৪০

এবার সাবিনায় বাংলাদেশ সমুজ্জ্বল

২০১৫ মার্চ ০২ ২০:৩১:১৪
এবার সাবিনায় বাংলাদেশ সমুজ্জ্বল

দ্য রিপোর্ট প্রতিবেদক : এবার নারী ফুটবলার সাবিনায় বাংলাদেশের নাম উজ্জ্বল হতে চলছে। জানা গেছে, জাতীয় দলের এই ফুটবলারকে টাকায় কিনে উড়িয়ে নিয়ে যাচ্ছে মালদ্বীপ। সেখানে ঘরোয়া ফুটবলে তিনি খেলবেন। এক কথায়, সাবিনা বাংলাদেশের ফুটবলকে তুলেছেন নতুন এক উচ্চতায়। জাতীয় দল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্ট্রাইকার সাবিনা খাতুন দেশের প্রথম নারী ফুটবলার হিসেবে খেলেতে যাচ্ছেন বিদেশের কোনো ক্লাবে। মালদ্বীপের পুলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বুধবারই সাবিনা উড়ে যাচ্ছেন মালদ্বীপে।

জানা গেছে, সাবিনা দেশ ছাড়ার প্রাক্কালে মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। সেখানেই তিনি মালদ্বীপে খেলার বিষয়টি বিস্তারিত জানাবেন। এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে বাফুফের মহিলা ফুটবল কমিটি। মালদ্বীপের এ প্রতিযোগিতা শুরু হবে ১৪ মার্চ। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। সাবিনার এ অর্জনে বড় অবদান বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। মাসখানেক আগে মালদ্বীপের ওই ক্লাব থেকে যোগাযোগ করা হয় কিরণের সঙ্গে। তিনিই সাবিনার মালদ্বীপে খেলার সব আয়োজন সম্পন্ন করেছেন। মালদ্বীপের ক্লাবটির সঙ্গে সাবিনার চুক্তি এক মাসের। এ ব্যাপারে মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এটা বাংলাদেশের জন্য বিশাল এক পাওয়া। সাবিনা সেখানে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে আগামীতে আমাদের আরও ফুটবলার বিদেশে খেলার আমন্ত্রণ পাবেন।’

সাবিনা এখন তার নিজ জেলা সাতক্ষীরায় রয়েছেন। রাতেই রওনা দিচ্ছেন ঢাকার উদ্দেশে। এ ব্যাপারে সাবিনা বলেছেন, ‘এ সুযোগ আমার জন্য বিশাল এক প্রাপ্তি। তবে আমার সব কিছুই স্বার্থক হবে যদি আমি সেখানে ভাল পারফরম্যান্স করতে পারি। মালদ্বীপে খেলাটা শুধু আমার জন্যই নয়, দেশের জন্যও। আমি ভাল খেলতে পারলে বাংলাদেশের নামটিই আগে উচ্চারণ হবে। সবাই বলবেন, বাংলাদেশের সাবিনা ভাল খেলছে। আমি সবার দোয়া চাই যেন সেখানে গিয়ে দেশের সুনাম অর্জন করতে পারি।’

সাবিনা খাতুন দেশের জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য। ২০০৮ সালে নিজ জেলা সাতক্ষীরার হয়ে জাতীয় নারী ফুটবলে অংশ নিয়েই প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। একের পর এক গোল করে সবার নজর কেড়েছেন। এখন পর্যন্ত তিনি জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা। জেলা ছাড়া ঢাকার ক্লাব ফুটবলেও প্রতিপক্ষের আতঙ্কের নাম সাবিনা। ২০১০ সালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তার অভিষেক ঢাকার ক্লাব ফুটবলে। সর্বশেষ খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে। তিনি জাতীয় নারী ফুটবল দলের সহঅধিনায়ক।

(দ্য রিপোর্ট/এএস/জেডটি/আরকে/মার্চ ০২, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

তারকা কথন এর সর্বশেষ খবর

তারকা কথন - এর সব খবর