thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রাতেও যৌথ বাহিনীর অভিযান চলবে

২০১৩ ডিসেম্বর ২৯ ২১:৩৩:১০
রাতেও যৌথ বাহিনীর অভিযান চলবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আগের কৌশলই অবলম্বন করার নির্দেশ দিয়েছে সরকার। বিরোধী জোটের কর্মসূচি প্রতিহত করতে রবিবার রাতেও রাজধানীতে অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী।

এ অভিযানেও পুলিশ, র‌্যাবের সঙ্গে থাকবে বিজিবি। গোয়েন্দা সংস্থার দেওয়া তালিকা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘মার্চ ফর ডেমোক্রেসির জন্য অনুমতি দেওয়া হয়নি। রাজধানীবাসীর নিরাপত্তা ও জান-মালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের রাতের মতো একই কৌশল অবলম্বন করবে।’

মনিরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর থেকেই যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানটি ভোররাত পর্যন্ত চলবে। অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নাশকতাকারীদের গ্রেফতার করা হবে। একই সঙ্গে বিভিন্ন মামলার আসামি ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।’

(দ্য রিপোর্ট/কেজেএন/এসকে/রাসেল/ডিসেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর