thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

হামলার প্রতিবাদে

সারাদেশে আইনজীবীদের কর্মবিরতি ঘোষণা

২০১৩ ডিসেম্বর ৩০ ১৪:২০:২১
সারাদেশে আইনজীবীদের কর্মবিরতি ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের কর্মীদের হাতে আইনজীবীরা লাঞ্ছিত এবং তাদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দেশের সকল আদালতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

একই সঙ্গে ওই হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

তিনি বলেন, মার্চ ফর ডেমোক্রেসির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল আইনজীবীরা। ওই কর্মসূচি পালনের এক পর্যায়ে শতাধিক বহিরাগত সন্ত্রাসী পুলিশের সহযোগিতায় আইনজীবীদের ওপর নির্বিচারে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। সন্ত্রাসীরা শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি। তারা লাঠিসোটা নিয়ে আইনজীবীদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে আইনজীবীরা সমিতির ভবনে আশ্রয় নিলে সেখানেও সন্ত্রাসীরা হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে তাণ্ডবলীলা চললেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি আরো বলেন, আমরা ওই হামলার ঘটনায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতির নির্লিপ্ত ভূমিকারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টবারের সহ-সভাপতি এবিএম ওয়ালীউর রহমান খান, সহ-সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট /এসএ/এমএআর/লতিফ/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর