thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

৩ ও ৪ জানুয়ারি ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি

২০১৪ জানুয়ারি ০১ ১২:৪৭:৩৫
৩ ও ৪ জানুয়ারি ব্যাংক খোলা রাখতে ইসির চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ ও ৪ জানুয়ারি ৫৯ জেলার সব তফসিলি ব্যাংক খোলা রাখতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ চিঠি বুধবার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে কর্তব্যরত ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টাকা তোলার সুবিধার্থে জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলা ছাড়া বাকি ৫৯ জেলার সব তফসিলি ব্যাংক শুক্র ও শনিবার খোলা রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ চিঠি অর্থ মন্ত্রণালয়কে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/ এমএস/এনডিএস/জানুয়ারি ০১,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর