thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

এক হাজার ৩৪০ ভরি স্বর্ণ উদ্ধার

চোরাচালান চক্রের ৫ সদস্য গ্রেফতার

২০১৪ জানুয়ারি ০১ ২০:৩০:৩২
চোরাচালান চক্রের ৫ সদস্য গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে পাঁচ কোটি ১৪ লাখ টাকা মূল্যের এক হাজার ৩৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক একেএম হাবিবুর রহমান বুধবার রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‌্যাব হেডকোয়ার্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, বুধবার উত্তরা এলাকায় গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- চক্রের মূলহোতা মুহম্মদ আলী, তার সহযোগী হোসেন আসকর লাবু, আহমেদ জামিল, কেএম কামরুল হাসান ও আবু জাফর।

এ সময় তাদের কাছ থেকে পাঁচ কোটি ১৪ লাখ টাকা মূল্যের এক হাজার ৩৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

হাবিবুর রহমান আরও জানান, চোরাচালান চক্রের এই সদস্যরা বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বাংলাদেশে বড় বড় স্বর্ণের চালান আনত।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমএইচও/এসবি/এমএআর/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর