thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯, ৫ মাঘ ১৪২৫,  ১১ জমাদিউল আউয়াল ১৪৪০

অস্ট্রেলিয়া সেরা দল হিসেবে শিরোপা জিতেছে

২০১৫ মার্চ ২৯ ২২:০০:২০
অস্ট্রেলিয়া সেরা দল হিসেবে শিরোপা জিতেছে

অস্ট্রেলিয়া সেরা দল হিসেবেই শিরোপা জিতেছে। এমন জয় তাদের প্রাপ্যই ছিল। অস্ট্রেলিয়া সবদিক দিয়ে এগিয়ে ছিল এই ম্যাচে। নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়া সব সময়ই ভাল দল। তারা সুযোগ-সুবিধা একটু বেশি পাবে এটাই কিন্তু স্বাভাবিক। নিউজিল্যান্ডের দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার পর একটি জুটি প্রয়োজন ছিল। জুটিটা ভালই হচ্ছিল তাদের।

৩৫ ওভার শেষে পাওয়ার প্লে-এর সময় আর নিউজিল্যান্ডের ৩টা উইকেট পড়ে যাওয়ার পর কোনঠাসায় পড়ে যায় নিউজিল্যান্ড। তখনই আসলে নিউজিল্যান্ড ম্যাচটা হেরে যায়।

মাইকেল ক্লার্কের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়া ভাল ক্রিকেট খেলেছে। এমন বিদায়ের যোগ্য ছিল মাইকেল ক্লার্ক। ক্লার্ক খুব আক্রমণাত্মক একজন অধিনায়ক ছিল। ক্রিকেট বিশ্ব তাকে খুব মিস করবে। খুব লম্বা সময় খেলতে পারেনি ক্লার্ক। তারপরও যা করেছে তাও অনেক কিছু। তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার ৭০ ভাগ জয়। বিশ্বকাপটাই শুধু বাকি ছিল তার। সেরা সব অধিনায়কের সঙ্গে তার নামটা থাকবে।

নিউজিল্যান্ড এই বিশ্বকাপ অসাধারণ খেলেছে। তাদের সহায় ছিল না বলেই হয়তো শিরোপা জেতা হয়নি।

অনুলিখন : রবিউল ইসলাম

(দ্য রিপোর্ট/আরআই/এনআই/মার্চ ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর