thereport24.com
ঢাকা, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫,  ১১ জমাদিউস সানি ১৪৪০

নতুন বাঁধনে ফুটবলার ওয়াহেদ

২০১৫ এপ্রিল ০৮ ২২:৫২:০৫
নতুন বাঁধনে ফুটবলার ওয়াহেদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জীবনের পথে নতুন বাঁধনে বাঁধা পড়েছেন ফুটবলার ওয়াহেদ আহমেদ। জাতীয় দলের এই স্ট্রাইকার জীবনসঙ্গী করে নিয়েছেন লন্ডন প্রবাসী কন্যা শেহনাজ আহমেদ প্রিয়াকে। বুধবার সিলেট নগরীর সানরাইজ কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

কনে শেহনাজ আহমেদ প্রিয়ার মূল বাড়িও সিলেটে। তবে একজন অপরজন থেকে ছিলেন বহুদূরে। একজন ফুটবল খেলেছেন ঢাকায়, অপরজন ছিলেন লন্ডনে। দু’জনের মধ্যে সংযোগ স্থাপনকারী বাহক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, যেখানে প্রথম পরিচয়। এর পর ভাল লাগা; ভাল লাগা থেকে ভালবাসা।

ভালবাসার টানে সুদূর লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রিয়া। এর পর মুখোমুখি দেখা। দু’জন থেকে যা পরে গড়িয়েছে দুই পরিবারে। সেই দুই পরিবারের সম্মতিতেই অবশেষে ওয়াহেদ-প্রিয়া একে অপরের জীবনসঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, ওয়াহেদ আহমেদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার। ক্লাব ক্যারিয়ারে যিনি এখন খেলছেন দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে।

(দ্য রিপোর্ট/কেআই/এজেড/এপ্রিল ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর