thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

শুরু হলো আমাদের পথচলা

২০১৪ জানুয়ারি ০৩ ১৩:৩৫:৫০
শুরু হলো আমাদের পথচলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হলো আমাদের পথচলা। পূর্ণ কলেবরে যাত্রা শুরু করলো দ্যরিপোর্টটুয়েনটিফোরডটকম।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে দ্য রিপোর্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আমাদের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালের ১ ডিসেম্বর।

দ্য রিপোর্ট সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বার্তা সম্পাদক হোসেন শহীদ মজনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যারিস্টার রফিক-উল হক উপস্থিত থাকার কথা থাকলেও বিদেশ যাওয়ার কারণে তিনি ভিডিও বার্তার মাধ্যমে দ্য রিপোর্টকে শুভেচ্ছা জানান। ভিডিও বার্তায় রফিক-উল হক বলেন, দ্য রিপোর্টকে শুভেচ্ছা জানাই। প্রতিষ্ঠানটির সূচনাপর্বের অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ কারণে দেশের বাইরে যেতে হচ্ছে বলে আমি আপনাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারছি না। তাই অগ্রিম শুভ কামনা রইলো।

আশা করি আপনারা নিরপেক্ষ খবর পরিবেশন করবেন। কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, প্রকৃত সত্য তুলে ধরবেন। একই সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা রইলো। গত বছরটা খুবই খারাপ গিয়েছে। নতুন বছরে সে রকম পরিস্থিতি না থাকুক সেই প্রত্যাশাই করবো। দ্য রিপোর্টের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কামাল উদ্দিন সবুজ বলেন, দ্য রিপোর্টকে গণমাধ্যম জগতে স্বাগতম। তারা যেন পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে অন্য গণমাধ্যমের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে সেই প্রত্যাশা রাখছি।

দেশে বর্তমানে নাজুক পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, এ সময়ে জনগণের পক্ষে অবস্থান নিয়ে দ্য রিপোর্ট নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

সভাপতির বক্তব্যে তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, দেশ এখন রাজনৈতিক সংকটের আবর্তে। এ অবস্থায় মানুষের একমাত্র ভরসা সংবাদপত্র বা মিডিয়া। জাতির এমন একটি দিশাহীন সময়ে সত্য জানানোর ব্রত নিয়ে হাজির হয়েছে দ্য রিপোর্ট। আমরা জনপ্রিয়তার শীর্ষে নয়, আস্থার শীর্ষে থাকতে চাই। পাঠককে সঠিক খবর জানাতে ও নিরপেক্ষতার জায়গা নিশ্চিত করতেই আমাদের আগমন।

তিনি আরো বলেন, এ নিউজ পোর্টালে ইন্টারনেটভিত্তিক টেলিভিশন বা আইপি টিভি রয়েছে। যার মাধ্যমে পাঠক বা দর্শক অনেক কিছু লাইভ দেখতে পারবেন।

সম্পাদক বলেন, এ উদ্যোগের সঙ্গে রয়েছে ইউনাইটেড মিডিয়া লিমিটেড। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।

দ্য রিপোর্টের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম নয়ন বলেন, অন্যান্য অনলাইন সংবাদ মাধ্যমের মতো দ্য রিপোর্টে তাৎক্ষণিক সংবাদ পাওয়া যাবে। তবে দ্য রিপোর্ট সব সময়ই সঠিক সংবাদ দেবে। এ অনলাইন পোর্টালে একই সঙ্গে ঘটনার ভিডিও দেওয়া হবে।

প্রধান প্রতিবেদক এম এ কে জিলানী বলেন, দ্য রিপোর্ট নতুন হলেও এর কর্মীরা নতুন নয়। এখানকার প্রায় সব সাংবাদিকই অভিজ্ঞতায় সমৃদ্ধ। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, আশা করছি অনলাইন সংবাদপত্রের জগতে দ্য রিপোর্ট ভিন্ন মাত্রা যোগ করবে। দ্য রিপোর্ট ইতোমধ্যে পরীক্ষামূলক সম্প্রচারে মানুষের প্রত্যাশা পূরণে উত্তীর্ণ হয়েছে।

যাত্রাশুরু অনুষ্ঠানে দ্য রিপোর্ট উপদেষ্টা সম্পাদক ফকির শওকত ও ইংরেজী বিভাগের বার্তা সম্পাদক মো. আল-আমিন শুভেচ্ছা বক্তব্য দেন।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এলাহী নেওয়াজ খান, ইউনাইটেড মিডিয়া লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মুশফিকুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা, প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/আরএমএম/এমডি/এএল/জানুয়ারি ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর