thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

নির্বাচন নিয়ে জনপ্রতিক্রিয়া

আমি নির্বাসিত, ভোটের অধিকার চাই

২০১৪ জানুয়ারি ০৪ ১২:২৫:১৭
আমি নির্বাসিত, ভোটের অধিকার চাই

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘মনে হচ্ছে নির্বাচনে আমি নির্বাসিত। এই রাষ্ট্রের নাগরিক নই। আমার কোনো অধিকার নেই। আমি ভোটের অধিকার চাই।’ শনিবার সকালে রমনা পার্কে হাঁটতে আসা রিয়েল স্টেট ব্যবসায়ী আব্দুস সবুর খান এভাবেই নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সবুর খান বলেন, ‘দেশে নির্বাচন হচ্ছে। ভোট আমার অধিকার। আমি বছরে কোটি টাকার ওপরে আয়কর দেই। কিন্তু যে অধিকারের বলে দেশ শাসনের জন্য সংসদে প্রতিনিধি পাঠাই, সেই গণতান্ত্রিক অধিকার ভোটই দিতে পারছি না। তাহলে এটা কিসের নির্বাচন।’

রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ইতোমধ্যে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। বাকি ১৪৭টি আসনে কাল ভোট। এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা কী? সেটা জানার জন্য শনিবার সকালে দ্য রিপোর্টের এ প্রতিবেদক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে। তারই চুম্বক অংশ তুলে ধরা হলো।

ধানমণ্ডির বাসিন্দা মশিউর রহমান। চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সকালে হাঁটতে এসে তিনি নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘১৯৮৬ সালের নির্বাচন আপনি দেখেছেন? যদি না দেখেন তাহলে বলবো, স্বৈরাচার এরশাদের নির্বাচনও অনেক ভালো ছিলো। এটা রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। জাস্ট একটা তামাশা।’

তিনি বলেন, ‘আমাদের বয়স হয়েছে, এখন এসব নিয়ে কিছু বলাও ঠিক না। তবে গতবার ভোট দিয়ে গণতন্ত্র হত্যার লাইসেন্স দিয়েছিলাম। এবার সেই সুযোগটাও পেলাম না।’

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রহিম বাদশার বাড়ি চাঁদপুরে। নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, গত নির্বাচনে ভোটের এক সপ্তাহ আগেই তিনি চাঁদপুর গিয়েছিলেন। এবার যাননি। তার ভোট ছাড়াই প্রতিনিধি নির্বাচিত হয়ে গেছে।

রহিম বাদশা আক্ষেপ করে বলেন, ‘এমন নির্বাচন আমি জীবনেও দেখি নাই। ভোট ছাড়াই এমপি হওয়া যায়!’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম মন্ডল জানান, ‘আমার প্রথম ভোটের সুযোগ হারালাম। তাই বাড়ি যাইনি। আমার এলাকা রাজবাড়ীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়ে গেছে।’

মুহসীন হলের এ শিক্ষার্থী বলেন, ‘স্বাধীনতার ৪২ বছরে যেখানে আমাদের পূর্ণ গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিলো। সেখানে মনে হচ্ছে আমরা ১৯৭৩ সালে বাস করছি। এভাবে দেশ চলতে পারে না। নিজেকে এখন স্বাধীন দেশের নাগরিকও মনে হয় না। গণতান্ত্রিক স্বৈরশাসকের অধীনে আমরা শ্বাসরুদ্ধকর অবস্থায় বেঁচে আছি।’

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/ এমডি/এএল/জানুয়ারি ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর