দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), তরীকত ফেডারেশন, বিএনএফ এবং স্বতন্ত্র এমপিরা শপথ নিয়েছেন।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তাদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তবে জাসদ থেকে নির্বাচিত মইনুদ্দীন খান বাদল শপথ নেননি। তিনি স্ত্রীর অসুস্থতার কারণে দেশের বাইরে আছেন বলে জানায় দলীয় সূত্র।

এর আগে সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ছাড়াই রওশন এরশাদের নেতৃত্বে ৩১ জন নবনির্বাচিত এমপি শপথ গ্রহণ করেন। নারায়ণগঞ্জ থেকে বিজয়ী নাসিম ওসমানও শপথ নেননি। তিনি দেশের বাইরে আছেন বলে জানায় দলীয় সূত্র।

সকাল ১০টা ২০ মিনিটে শপথ নেন আওয়ামী লীগের ২২৪ জন নবনির্বাচিত এমপি।

প্রথম ধাপে শপথ নিতে না পারা আওয়ামী লীগের কয়েকজন এমপি শপথ নেন জাতীয় পার্টির এমপিদের শপথ গ্রহণের পর।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেএম/এএল/জানুয়ারি ৯, ২০১৪)