দ্য রিপোর্ট প্রতিবেদক : মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য সচিবালয়ে গাড়ি পাঠিয়েছে পরিবহন পুল। রবিবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথের আগে সকাল থেকেই সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের সামনে সারি সারি কালো রঙের গাড়ি রাখা হয়েছে।

যাদের জন্য গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে তারা হলেন- পূর্ণমন্ত্রী হিসেবে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবুল কালাম আজাদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, মোস্তাফিজুর রহমান, সৈয়দ মহসীন আলী, শামসুর রহমান ফিরোজ এবং অ্যাডভোকেট আনিসুল হক।

প্রতিমন্ত্রী হিসেবে- সাইফুজ্জামান চৌধুরী, জাহিদ মালেক, নারায়ণ চন্দ্র চন্দ, জুনায়েদ আহমেদ পলক, এমএ মান্নান, নসরুল হামিদ বিপু, সাহেব আলী মাতব্বর, মির্জা আজম, বীর বাহাদুর, বীরেন শিকদার, আসাদুজ্জামান খান, ইসমত আরা, শাহরিয়ার আলম, সায়েদুল হক, মশিউরি রহমান রাঙ্গা, এমাজ উদ্দিন প্রামাণিক এবং ইয়াফেস ওসমান।

উপমন্ত্রী হিসেবে যাদের গাড়ি বরাদ্দ হয়েছে- আরিফ খান জয় ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

(দ্য রিপোর্ট/আরএইচ/এনডিএস/শাহ/জানুয়ারি ১২, ২০১৪)