দ্য রিপোর্ট প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, ‘ক্রিকেটে সাফল্যের অভিজ্ঞতাকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে চাই। আমরা গতানুগতিক কাজের বাইরে এসে ব্যতিক্রম কাজ করতে চাই।’

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন সোমবার দুপুরে সোয়া ১টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা কমিশনের সদস্য ও সব কর্মকর্তা-কর্মচারির সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী।

(দ্য রিপোর্ট/জেজে/এনডিএস/সা/জানুয়ারি ১৩, ২০১৪)