দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হাইকোর্ট বিভাগে আরো দশজন বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত বিচারকরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে এ নিয়োগ পেলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দিয়েছেন।

রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন এস এইচ মো. নরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের, মো. মজিবুর রহমান মিয়া, মোস্তফা জামান ইসলাম, মোহাম্মদ উল্লাহ, মুহাম্মদ খুরশীদ আলম সরকার, এ কে এম সাহিদুল হক, সহিদুল করিম, মো. জাহাঙ্গীর হোসেন এবং আবু তাহের মো. সাইফুর রহমান। শপথ গ্রহণের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে।

(দিরিপোর্ট২৪/প্রতিবেদক/এমডি/অক্টোবর ০৬, ২০১৩)