জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটে পাচারের উদ্দেশ্যে অপহরণ করা দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আনোয়ার হোসেন নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। সদর উপজেলার চকগোপাল গ্রাম থেকে শুক্রবার সকালে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদ্রাসার ছাত্ররা হলো- শামীম আলী (১৩) ও জামাল (৯)। তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বারঘড়িয়া গ্রামে। র‌্যাব সদস্যরা ওই ছাত্রদের তাদের পরিবারের কাছে তুলে দিয়েছেন। পাচারকারী আনোয়ারের বাড়ি সদর উপজেলার জিতারপুর গ্রামে।

জয়পুহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর সাইফুল হক খান জানান, উদ্ধারকৃতরা নওগাঁর ধামুরহাট উপজেলার আগড়াদিগুন মাদ্রাসার হেফজ কোরআনের ছাত্র। মাদ্রাসা থেকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বৃহস্পতিবার জয়পুরহাট রেলস্টেশনে অপেক্ষা করছিল তারা। এ সময় তাদের অপহরণ করে ভারতে পাচারের উদ্দেশ্যে আটকে রাখে পাচারকারীরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএএম/এফএস/এসকে/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)