দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় সমাবেশস্থলে।

প্রতিবাদ সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা সভাপতিত্ব করবেন। প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্দলীয় সরকারের দাবিতে ও সরকারের বিভিন্ন বাহিনীর হাতে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

এদিকে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, জামায়াতে ইসলাম, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত আছেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চেীধূরী এ্যানী, প্রমুখ।

মঞ্চে ১৮ দলের নেতাদের মধ্যে আছেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকাম হানগর জামায়াতে ইসলামের সভাপতি নরুল ইসলাম বুলবুল প্রমুখ।

ইতোমধ্যে মঞ্চের সামনে অবস্থান নিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মিরা।

টানা ৬০ ঘন্টার হরতালে সারাদেশে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয় মঞ্চ থেকে।

(দিরিপোর্ট২৪/এম/এমডি/অক্টোবর ৩১, ২০১৩)