দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে লন্ডন প্রবাসীদের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা এ কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে গত বছরের ডিসেম্বরে বিএসইসিকে চিঠি দেয় দুদক। জবাবে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ দুদকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে বলে জানা গেছে।


বিএসইসি’র কাছে পাঠানো দুদকের উপ-পরিচালক এস এম এম আক্তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালকদের বিরুদ্ধে লন্ডন প্রবাসীদের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এ কোম্পানির পরিচালকরা অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের জন্য প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছে। তাই অভিযোগগুলো সুষ্ঠু অনুসন্ধানের লক্ষ্যে কোম্পানিটির শেয়ারবাজারে তালিকাভুক্তি সংক্রান্ত সকল তথ্য পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। তাই শেয়ারবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে বিএসইসির কাছে দাখিলকৃত তথ্য দুদকে পাঠানোর অনুরোধ জানানো হলো।’


এ বিষয়ে যোগাযোগ করলে বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র সাইফুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘এ বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। কারণ, চিঠিটি আমার কাছে আসেনি। প্রতিদিনই দুদক থেকে বিভিন্ন তথ্য চাওয়া হয়ে থাকে। তাদের অনুসন্ধান বা তদন্তের জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের তথ্য চাইতে পারে।’



এদিকে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা দুদকের কাছ থেকে পাঠানো ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে লন্ডন প্রবাসীদের অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ সংক্রান্ত চিঠিটি হাতে পেয়েছি। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এ কোম্পানির তালিকাভু্ক্তি সংক্রান্ত সকল তথ্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।’



(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ২৫, ২০১৪)