লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আব্দুল জলিল (৪০) নামে এক কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

উপজেলার আলাউদ্দিন নগর ৮০২-৩ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের মাঝামাঝি এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আহত কৃষক জলিল ওই এলাকার ইসলাম নগর গ্রামের আনছার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটগ্রাম সীমান্তের ৮০২-৩ নম্বর আন্তর্জাতিক মেইল পিলারের মাঝামাঝি এলাকায় সকালে ভুট্টাক্ষেতে সেচ দিতে যায় কৃষক আব্দুল জলিল।

এ সময় বিএসএফ’র কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উপেনচৌকি ডাকুয়াটারি ক্যাম্পের টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ওই কৃষককে রাইফেলের বাট দিয়ে পেটায়।

এ সময় স্থানীয় লোকজন ৭ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সহযোগিতা এগিয়ে গেলে বিএসএফ পিছু হটে। পরে স্থানীয়রা আহত কৃষক জলিলকে উদ্ধার করে স্থানীয় বাউরা ইউনিয়ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে।

এ ঘটনায় বিজিবির কুচুলিবাড়ী ক্যাম্পের পক্ষে থেকে বিএসএফকে প্রতিবাদ পাঠানো হলে দুপুরে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি রংপুর ৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রোকুনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/টিআই/এনডিএস/এনআই/জানুয়ারি ২৮, ২০১৪)