দেখতে দেখতে ৪০-এ পা দিচ্ছেন গালফার টাইগার উডস। বুধবার জন্মদিনে দৃঢ় প্রত্যয়ী টাইগার উডস বলেছেন, ‘আমি ২০১৬ সালকেই নতুন করে আমার টার্নিং পয়েন্ট ভাবছি।’ ১৮ মেজর জয়ী টাইগার ফেলে আসা ৭ বছরের ব্যর্থতার গ্লানি ঘুচিয়ে ফেলার টার্গেট নিয়েছেন। ফিটনেস নিয়ে ঝুট-ঝামেলা থাকছেই তার। পুরানো ব্যাকপেন তাকে ঝেঁকে ধরেছিল ২০১৪ সালে। আপাত নিষ্কৃতি মিলেছে তাতে। তবে একেবারে মুক্ত হতে পারেননি। তাই নতুন মৌসুমে ‘সবার আগে ফিটনেস’ এটাই ভাবছেন তিনি। টাইগার বলেছেন, ‘যদি ব্যথাটা ফের চাড়া দিয়ে ওঠে, তা হলে আমি আর খেলায় নাও ফিরতে পারি। তখন শুধু ছেলে-মেয়েদের নিয়েই ভাবব। আমি আমার পারিবারিক জীবন নতুনভাবে শুরু করব। কারণ শুধু হারার জন্য কিংবা অস্ত্রোপাচার নিয়েই ব্যস্ত থাকতে চাই না।’ তাই আপাতত তিনি নিজেকে ফিরে পেতে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন।



(দ্য রিপোর্ট/এএস/এলআরএস/সা/ডিসেম্বর ৩০, ২০১৫)