দায় ছিল স্পট ফিক্সিংয়ের। ছিল নিষেধাজ্ঞাও। সেই আদেশও কাটিয়েছেন। ফিরেছেন ক্রিকেটেও। কিন্তু ফেরা মোহাম্মদ আসিফ ও সালমান বাট জাতীয় দলে ফিরলেই বিপত্তি সৃষ্টি হবে। বিপত্তি পদত্যাগের। তাদের ফেরানো হলে নিশ্চিত পদত্যাগের হুমকি দিয়েছেন পাকিস্তান টোয়েন্টি২০ অধিনায়ক শহিদ আফ্রিদি। কলঙ্কিত এ দুই ক্রিকেটার সম্পর্কে আফ্রিদি বলেছেন, ‘আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত প্রাথমিক দলে তারা জায়গা পেয়েছেন কিন্তু তাদের যদি মূল স্কোয়াডে রাখা হয়, তা হলে আমি পদত্যাগ করব।’ তাদের ছাড়াই ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টোয়েন্টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছার যোগ্যতা দলের রয়েছে বলেও মনে করছেন এই ভার্সানের অধিনায়ক। উল্লেখ্য এর আগে ওয়ানডে দলের অধিনায়কও এই ইস্যুতে পদত্যাগপত্র দিয়েছিলেন। পরে তাকে পিসিবি আপাতত ম্যানেজ করেছে।

(দ্য রিপোর্ট/এএস/এজে/জানুয়ারি ৯, ২০১৬)