অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার। দীর্ঘ ৭ বছরের অপেক্ষা। শিরোপা জন্য মুখিয়ে ছিলেন এক সময়ে টেনিস কোর্টের এই বেলারুশী। ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখে যারপরনাই খুশি হয়েছে এই তারকা। যেন তেন নয়, ফাইনালে আজারেঙ্কা সরাসির সেটে হারিয়েছেন প্রতিপক্ষ চতুর্থ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে। ফাইনাল ম্যাচে কোর্টের লড়াই হয়েছে পাক্কা ৭৩ মিনিট। যদিও এই ম্যাচে ধরে নেওয়া হয়েছিল এগিয়ে কারবার। কিন্তু ম্যাচের ব্যবধান ৬-৩ ও ৬-১ গেমই বলে দিচ্ছে পাত্তাই পাননি তিনি। আজারেঙ্কাকে অন্যরকম মনে হয়েছে এই ম্যাচে। শিরোপা হাতে উল্লসিত আজারেঙ্কা বলেছেন, ‘শিরোপা জিতে খুবই ভাল লাগছে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিটা ভালভাবেই  হয়েছে। আর এমন একটি শিরোপা খুব প্রত্যাশা করেছিলাম।’

(দ্য রিপোর্ট/এএস/এজে/জানুয়ারি ৯, ২০১৬)