প্লাস্টিকের গলদা চিংড়ি
আসল থেকেও সস্তা,
বুদ্ধি করে আজ কিনেছি
হাফ কেজির এক বস্তা।

ঝোলে ঝালে খাওয়ার সময়
পাতের পাশে রেখে,
খুব মজাছে খেয়ে যাব
চিংড়ি দেখে দেখে।

খাওয়ার পরে চিংড়িগুলো
ধুয়ে ধাইয়ে আবার—
রাখব তুলে, হয়ে যাবে
পরের দিনের খাবার।

মাথার ভিতর থাকলে ঘিলু
কি না বলেন খাওয়া যায়,
পাছের ফটোর থালাও কিন্তু
আজ বাজারে পাওয়া যায়।