স্বপ্ন, নতুন স্বপ্ন দেখছেন ইংল্যান্ড দলে ব্রাত্য হয়ে যাওয়া ব্যাটসম্যান কেভিন পিটারসেন।  প্রায় ২ বছরের বেশি সময় দলে নেই এই তারকা ব্যাটার। এবার স্বপ্ন দেখছেন মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠিতব্য টোয়েন্টি২০ বিশ্বকাপ খেলার। বিতর্ক তার পাশেই ছিল ক্রিকেট ক্যারিয়ারে। সেই কারণেই আগে-ভাগে এই ইংলিশ স্টাইলিশ ব্যাটসম্যান ছিটকে পড়েছিলেন জাতীয় দল থেকে। পিটারসেন বলেছেন, ‘প্রকৃত সত্য হচ্ছে, আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। আমি মনে করছি এই মুহূর্তে আমি জীবনের সেরা ফর্মে আছি। সঙ্গে দলে রয়েছে এক ঝাঁক অসাধারণ খেলোয়াড়। ওই দলের হয়ে খেলতে পারাটা হবে একটা গৌরবের বিষয়।’ তিনি আরও মনে করছেন, গত ৮ বছরে ভারতের মাটিতে টোয়েন্টি২০ খেলার অভিজ্ঞতা খুবই সহায়ক হবে তার। পিটারসেনের বিশ্বাস টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনা করবে।



(দ্য রিপোর্ট/এএস/এলআরএস/সা/জানুয়ারি ২৭, ২০১৬)