মাসুম আওয়াল, দ্য রিপোর্ট : জেমস এর ‘তুফান’, আসিফ আকবরের ‘কিছু ভুল ছিল’, ‘বৈকালের চাঁদ’, ‘এখনো জোছনা দেখি’, বেশকিছু জনপ্রিয় গানের অ্যালবাম প্রকাশ করেই অডিও বাজারে সুপরিচিত হয়ে ওঠে অডিও প্রতিষ্ঠান সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি)। অডিও বাজারের খারাপ অবস্থার কারণে প্রতিষ্ঠানটির মাঝে কিছুদিন ভাটা পড়েছিল।

আবারও নতুন করে নতুন সাজে সঙ্গীতপ্রেমীদের সামনে আসলো অডিও প্রতিষ্ঠান সিএমভি। শুক্রবার সন্ধ্যার পরে ‘ভালো আছিস’ শিরোনামের একটি অ্যালবামের প্রকাশনা উৎসব করেছে প্রতিষ্ঠানটি। ‘ভালো আছিস’ অ্যালবামটি সাজানো হয়েছে জনপ্রিয় চার সঙ্গীত তারকা আসিফ আকবর, এস আই টুটুল, বেলাল খান ও ইলিয়াসের গান দিয়ে।

এ ছাড়া আসছে ভালোবাসা দিবসে আরও কয়েকটি ভালো অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন বলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিএমভির কর্ণধার শেখ শাহেদ আলী পাপ্পু।

তিনি বলেন, ‘আমরা এক সময় অনেক ভালো ভালো অ্যালবাম উপহার দিয়েছি। মাঝে অডিও বাজারের খারাপ অবস্থার কারণে আমরাও নীরব ছিলাম। এর মধ্যে কিছু অ্যালবাম প্রকাশ করেছি। অডিও বাজারের মোড় ঘুরতে যাচ্ছে। আশা করছি আবারও আগের মতই অনেক ভালো অ্যালবাম শ্রোতাদের উপহার দিতে পারবো।’

শুক্রবার সিএমভির অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঙ্গীতজ্ঞ আলম খান, হাসান মতিউর রহমান, শহীদুল্লা ফরায়েজী, আহমেদ রিজিভী, জানে আলম, আসিফ আকবর, এস আইটুটুল, শফিক তুহিন, বেলাল খান, ইমরান, পারভেজ, জয় শাহরিয়ার, কিশোর, ইলিয়াস সুমন কল্যাণ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এএ/এফএস/এইচ/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)