রিয়াদ সংবাদদাতা : দুর্নীতি, স্বজনপ্রীতি ও ষড়যন্ত্রের অভিযোগে বরখাস্ত হলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ ইংরেজি শাখার অধ্যক্ষ এমএসএম হোসেন। তিনি শ্রীলঙ্কান নাগরিক।

সৌদি আরবের রিয়াদ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা দিরিপোর্ট২৪কে বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে স্কুল পরিচালনা পরিষদের সাবেক কর্মকর্তা এবং সাধারণ অভিভাবকরা অধ্যক্ষ হোসেনের বিরুদ্ধে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশিদের বিরুদ্ধে কুৎসা রটনা এবং স্কুলের টাকা আত্মসাৎ, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করে আসছিলেন।

এছাড়া, স্কুল ভবন ভাড়া বাবদ এক লাখ পঞ্চাশ হাজার সৌদি রিয়াল আত্মসাতেরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস তাকে চাকরিচ্যুত করে।

অভিভাবকদের দাবি, সৌদি আরবে অন্যান্য বাংলাদেশি স্কুলের মতো অবসরপ্রাপ্ত বাংলাদেশি কর্মকর্তা অথবা ইউরোপিয়ান উচ্চশিক্ষিত কাউকে এ পদে নিয়োগ দেওয়া হোক। একইসঙ্গে তারা বর্তমান পরিচালনা কমিটি ভেঙ্গে নতুন নির্বাচিত কমিটি গঠনের দাবি জানান।

(দিরিপোর্ট২৪/ওএসআর/এমএআর/এমডি/অক্টোবর ০৭, ২০১৩)