সাভার প্রতিনিধি : একুশের প্রথম প্রহরে সাভারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বাড়ি ফেরার পথে দৈনিক খবরপত্রের সাভার প্রতিনিধি রওশন আলীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

তিনি এখন সাভার এনাম মেডিকেল কলেজে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মোল্লা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সাভার প্রেসক্লাবের অদুরে এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি জানান, আহত সাংবাদিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

এস আই শাহীন মোল্লা জানান, সাংবাদিক রওশন আলীকে হত্যার চেষ্টার ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/জেএস/এসবি/ফেব্রুয়ারি ২১, ২০১৬)