দ্য রিপোর্ট প্রতিবেদক : এম এফ এম আমীর খসরু সামাজিক ব্যবসা প্রক্রিয়ায় একজন নিবেদিত প্রাণকর্মী। তিনি ‘বর্তমানে ইউনূস সেন্টারে’ জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ম্যানেজমেন্ট বিষয়ে কোর্স সম্পন্ন করেছেন।

বাংলাদেশের অনেক খ্যাতনামা জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানে ফিন্যান্স এবং অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে এবং দেশের বাইরে ২৮টি দেশে ইউনূস সেন্টারের টিমের সামাজিক ব্যবসা সম্পর্কে কর্মশালা পরিচালনা করেছেন।

সেই অভিজ্ঞতা নিয়েই রচনা করেছেন ‘সামাজিক ব্যবসার শক্তি’ শিরোনামের গবেষণা গ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দীন খালেদ। বইটির বিক্রয় মূল্য ২৫০ টাকা। বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। লেখক বইটি উৎসর্গ করেছেন নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায় আগত অনন্যা প্রকাশনীর স্টলে।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/সা/ফেব্রুয়ারি ২৭, ২০১৬)