দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনে এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছে। চারজন সাহিত্যিককে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

 

গল্প ও উপন্যাস শাখায় ‘বাঘ ও ব্যাঙের গল্প’ গ্রন্থের জন্য এ পুরস্কার পেয়েছেন আলী ইমাম। এ ছাড়া ‘গুড্ডু বুড়ার হাসির কাণ্ড গুড্ডু বুড়ার দারুণ কীর্তি’ গ্রন্থের জন্য আনিসুল হক, ‘মা করেছে বারণ’ গ্রন্থের জন্য পলাশ মাহবুব ও ‘দশে দশে একশ ছড়া’ গ্রন্থের জন্য মামুন সারওয়ার এ পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা প্রদান করা হয়।

সোমবার বইমেলায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘বইমেলা প্রতিদিন’ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। ছড়াকার লুৎফর রহমান রিটন এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএ/এসআর/এম/মার্চ ০১, ২০১৬)