দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হরতালে নাশকতা সৃষ্টিকারী কিংবা ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের তাৎক্ষণিক বিচার পরিচালনার জন্য রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

ডিএমপির ৮টি বিভাগে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। হরতালের আগের দিন রবিবার আরও ২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ পর‌্যন্ত খিলগাঁও থেকে ৫ জনসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানায়নি আদালত।

ঢাকা মহানগর উপ-কমিশনার (সদর) রিজভি আনোয়ার মালিক বলেন, ৬০ ঘণ্টার হরতাল শেষ না হওয়া পর্যন্ত আমরা দায়িত্বপালন করব।

(দিরিপোর্ট২৪/কেজেএন/এফএস/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)