নূরুজ্জামান তানিম, দ্য রিপোর্ট : মনোনীত স্বতন্ত্র পরিচালকদের অনেকের যোগ্যতায় ঘাটতি থাকায় নতুন তালিকা দেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা অনুযায়ী স্বতন্ত্র পরিচালক হিসেবে আরও ৪-৫ জনের নাম দেবে সিএসই। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩ ফেব্রুয়ারি সিএসইর পক্ষ থেকে মনোনীত ১৪ জনের তালিকা বিএসইসিতে জমা দেওয়া হয়। কিন্তু স্বতন্ত্র পরিচালক হিসেবে বেশ কয়েকজনের যোগ্যতায় ঘাটতি রয়েছে বলে মনে করছে বিএসইসি। তাই সিএসইর সভাপতি আল মারুফ খানকে আরও ৪-৫ জনের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে বিএসইসি।

এদিকে, স্বতন্ত্র পরিচালক হিসেবে সিএসই যে ১৪ জনের তালিকা দাখিল করেছে তাতে কয়েকজনের নামে ভুল রয়েছে। তালিকাভুক্ত কোম্পানির পরিচালক স্বতন্ত্র পরিচালক হিসেবে অযোগ্য হলেও সিএসইর মনোনীত তালিকায় কেউ কেউ তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হিসেবে রয়েছেন। তবে কার নামে ভুল রয়েছে এবং কে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক তা জানা যায়নি।

সিএসইর অনুমোদিত ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ৪.২-এর (এফ) ধারা অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের আবশ্যকীয় যোগ্যতায় উল্লেখ করা হয়েছে- ১০ বছরের পেশাদারি অভিজ্ঞতাসহ ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, গণিত, লোক প্রশাসন কিংবা আইন বিভাগে স্নাতকোত্তর। তবে উপরোক্ত বিষয়ে শুধুমাত্র স্নাতক (সন্মান) পাস হলে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পেশাদারি পদবি যেমন- সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি হলে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শুধুমাত্র স্নাতক পাস হলে ২০ বছরের অভিজ্ঞতা লাগবে।

এ ছাড়া ৪.২-এর (ই) অনুযায়ী স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না- নিয়োগের প্রস্তাবিত তারিখ থেকে পূর্ববর্তী তিন বছর স্টক এক্সচেঞ্জে এবং সংশ্লিষ্ট এক্সচেঞ্জের কোনো সাবসিডিয়ারি কোম্পানিতে কর্মরত থাকলে। পূর্ববর্তী তিন বছর সংশ্লিষ্ট কোম্পানির সিইও অথবা এমডি পদে কর্মরত থাকলে। পূর্ববর্তী তিন বছরের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসায়িক অংশীদার বা শেয়ারহোল্ডার হিসেবে সংশ্লিষ্ট থাকলে। পূর্ববর্তী তিন বছরের মধ্যে অবসর সুবিধা ছাড়া কোনো ধরনের বেতন-ভাতা নিলে। ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী কোনো পরিচালক, স্টেকহোল্ডার বা শেয়ারহোল্ডারের পরিবারের সদস্য বা ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত হলে। কোনো স্টেকহোল্ডার, শেয়ারহোল্ডার অথবা পরিচালকের সঙ্গে সম্পর্ক থাকলে। মার্চেন্ট ব্যাংকার অথবা এসেট ম্যানেজার কোম্পানিসহ ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারি কোম্পানির সঙ্গে পূর্ববর্তী তিন বছর কর্মরত থাকলে। যে কোনো এক্সচেঞ্জের পরিচালক হলে। যে কোনো এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার হিসেবে কর্মরত থাকলে। তালিকাভুক্ত কোম্পানির পরিচালক বা মালিক হলে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কমিশনার দ্য রিপোর্টকে বলেন, ‘সিএসই যে ১৪ জনের নামের তালিকা দাখিল করেছে, তাতে কয়েকজনের নামে ভুল রয়েছে। এ ছাড়া কেউ কেউ এখনও তালিকাভুক্ত কোম্পানির পরিচালক হিসেবে আছেন। তাই সিএসইকে আরও ৪-৫ জনের নামের তালিকা দিতে বলা হয়েছে।’

সিএসইর সহ-সভাপতি এমকেএম মহিউদ্দিন দ্য রিপোর্টকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, তবে এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্র হাতে পাইনি। প্রয়োজন হলে স্বতন্ত্র পরিচালকের জন্য আরও নাম বিএসইসিতে পাঠাব।’

সিএসইর মনোনীত ১৪ জন পরিচালকের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম, বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আবু তৈয়ব, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সহ-সভাপতি কামরান টি রহমান, সিএসইর সাবেক পরিচালক ও ব্যবসায়ী ফখরুদ্দিন এবং চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক ও ব্যবসায়ী ডা. মনিরুল ইসলাম।

এ ছাড়া রয়েছেন সাবেক মুখ্য সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফের) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, অর্থনীতিবিদ আবু আহমদ, অর্থনৈতিক বিশ্লেষক মামুন রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন সরদার এবং আইসিএবির সভাপতি শওকত হোসেন।

ডিমিউচুয়ালইজেশন স্কিম অনুযায়ী ১৪ জনের মধ্যে থেকে ৭ জনকে চূড়ান্ত মনোনয়ন দেবে বিএসইসি।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/এজেড/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৪)