কুড়িগ্রাম সংবাদদাতা : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সাংবাদিকসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এতে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক, রাজনৈতিক ও সাংস্কৃতিককর্মীরা।

উপস্থিত সাংবাদিকরা হত্যার দুই বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের শনাক্ত করতে না পারায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে বিচারের দাবিও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের আহ্বায়ক এস এম ছানালাল বকসী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউনুছ আলী, সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান, শফি খাঁন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও শ্যামল ভৌমিক প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ১১, ২০১৪)