দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের রাজনৈতিক দলগুলো মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বুধবার (১৯ অক্টোবর) ‘রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্যের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও পুরুষতান্ত্রিক মতাদর্শে পরিচালিত হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। তাদের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই বললেই চলে।

‘২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলের সকল স্তরের কমিটিতে ৩৩ শতাংশ সদস্যপদ পূরণ করার কথা থাকলেও সেদিকে কারও ভ্রুক্ষেপ নেই’ বলেন তিনি।

সংগঠনটির নির্বাহী পরিচালক রোকেয়া কবির বলেন, নারীর ক্ষমতায়ন তো দূরের কথা এখনও বিবাহিত নারীদের প্রায় ৮০ শতাংশইবিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- আফরোজা বানু, পারভিন সুলতানা ঝুমা প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএম/এপি/অক্টোবর ১৯, ২০১৬)