যশোর অফিস : সরকারি অনুদানপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলি’ এবার যশোরে প্রদর্শিত হবে। বৃহস্পতিবার থেকে টানা তিন দিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ছবিটির একাধিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা, ৫টা, সন্ধ্যা ৭টায় এবং ২১ ফেব্রুয়ারি বেলা ১১টা, বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় ছবিটির সাতটি প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে। ২২ ফেব্রুয়ারি শিল্পকলায় তিনটি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

তানভীর মোকাম্মেলের পরিচালনায় ‘জীবনঢুলি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়সহ গ্রুপ থিয়েটারের শিল্পীরা।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জীবনঢুলির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক তানভীর মোকাম্মেল, অভিনেতা শতাব্দী ওয়াদুদ ও সহকারী পরিচালক সগীর মোস্তফা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান এবং পৌরসভার মেয়র মারুফুল ইসলাম।

(দ্য রিপোর্ট/একে/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)