দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে একটি চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। 'যদি বাঁচতে চান, পশ্চিম মেদিনীপুরে আসবেন না', উড়োচিঠিতে এভাবেই জীবননাশের হুমকি পেলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স।

গত বৃহস্পতিবার (০৫ জানুয়ারি), এই উড়োচিঠি পান বেঙ্গল ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। সোমবার (০৯ জানুয়ারি), এই চিঠির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন 'মহারাজ'। সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এই হুমকি চিঠি নিয়ে জেলা পুলিশ সুপার এবং কলকাতা পুলিসকে অভিযোগ করেছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির। তবে এই হুমকি চিঠি পাওয়ার পর তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাবেন কিনা এনিয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ১০, ২০১৭)