দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সাড়ে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ আর্থিক লেনদেন হয়েছে।  একইসঙ্গে মূল্যসূচক গত সাড়ে ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৬৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ২০১১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে এটিই ডিএসইর সর্বোচ্চ লেনদেন। অপরদিকে সোমবার (৯ জানুয়ারি) লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪৫০ কোটি ১৫ লাখ টাকা বা ৩৬.১০ শতাংশ।

মঙ্গলবার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬২.৭৯ পয়েন্ট বেড়ে ৫২৭৭.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। যা প্রায় গত সাড়ে ২৬ মাস বা ২০১৪ সালের ১৯ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ।

এদিন ডিএসইতে ৩২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টি বা ৬৬.৮৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ৭৫টি বা ২৩.০১ শতাংশ কোম্পানির দর কমেছে এবং ৩৩টি বা ১০.১২ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো’র শেয়ার। এদিন কোম্পানির ৬৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এ্যাপোলো ইস্পাত।

লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, লংকাবাংলা্ ফাইন্যান্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, অলিম্পিক এক্সেসরিজ, ডেসকো, কেয়া কসমেটিকস ও ডরিন পাওয়ার জেনারেশন।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১২৭.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৮২৭.৬৪ পয়েন্টে। এদিন সিএসইতে ১০৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৮৭টি’র, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির।

(দ্য রিপোর্ট/আরএ/জানুয়ারি ১০, ২০১৭)