দ্য রিপোর্ট ডেস্ক : সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করাচির একটি স্থানীয় আদালত। মঙ্গলবার(১০ জানুয়ারি) একটি মামলার শুনানিতে হাজির না হওয়ায় এমন নির্দেশ দিয়েছেন আদালত। তবে, পরোয়ানাটি জামিনযোগ্য বলে জানিয়েছে পাকিস্তানি পত্রিকা ডন।

পত্রিকার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ৬ আগস্টে করাচিতে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে ঘটে যাওয়া ছোট একটি ঘটনার জেরে আমিরুর রেহমান নামে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেখানকার আদালতে মামলা করেন ওয়াসিম। কিন্তু সেই মামলার বাদী হিসেবে শুনানিতে ৩১ বার হাজির না হওয়ায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতার এড়াতে আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে সাবেক এই পাক অধিনায়ককে।

উল্লেখ্য, ওই বছরের আগস্টে মেজর (অব.) আমিরুর রেহমানসহ কয়েকজনকে আসামি করে বাহাদুরাবাদ থানায় মামলা করেন ওয়াসিম আকরাম। কিন্তু সে সময় জামিন নিয়ে গ্রেফতার এড়ান রেহমান। এমনকি ওই ঘটনার জন্য তিনি ক্ষমাও চান ওয়াসিমের কাছে।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জানুয়ারি ১০, ২০১৭)