যশোর অফিস : যশোরে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল ওরফে রনি  নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চৌগাছার সলুয়া বাজারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি চৌগাছা মাঠপাড়ার কমর আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।

তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, ‘দুই দল ডাকাতের মধ্যে গুলি বিনিময়ে তিনি নিহত হয়েছেন।’ আর চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, ‘পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, ‘মঙ্গলবার রাত দুইটার দিকে সড়কে পিকআপ-মাইক্রোবাস থামিয়ে ডাকাতি হচ্ছে বলে ভুক্তভোগীরা পুলিশকে খবর দেয়। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশি শুটারগান, এক রাউন্ড গুলি, একটি হাত করাত, ধারালো হাসুয়া-ছোরা ও রশি উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এলাকাটি যশোর সদর উপজেলা ও চৌগাছা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় দুই থানার পুলিশ অভিযানে অংশ নেয়। তবে প্রথমে ঘটনাস্থলে যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত রনির বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে আটটি মামলা রয়েছে।

তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘দুইদল ডাকাতের বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় অস্ত্র-গুলি, ধারালো অস্ত্র, রশি উদ্ধার করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এম/জানুয়ারি ১১, ২০১৭)