দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম নাম আ. মুত্তালিব খোকন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে স্ত্রী মুক্তা পারভীন তার লাশ শনাক্ত করেন।

মুক্তা জানান, তার বাবার নাম মৃত মমতাজ উদ্দিন। দেশের বাড়ি পাবনা সদর উপজেলার নয়না মতি গ্রামে। বর্তমানে তারা রামপুরা উলন রোডের একটি বাসায় ভাড়া থাকে। গুলশানে একটি বায়িং হাউজে চাকরি করতেন খোকন।

মুক্তা আরও জানান, সে গ্রামের বাড়ি সিরাজগঞ্জেরর বেলকুচি থেকে ঢাকার মহাখালীতে আসে। তাদেরকে বাসায় নিয়ে যেতে রামপুরার থেকে মহাখালী আসার সময় খোকন দুর্ঘটনার শিকার হন।

পথচারি সোহেল আহমেদ জানান, রামপুরা মহানগরপ্রজেক্ট সংলগ্ন হাতিরঝিলে মরটসাইকেটি যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে পরে যায়। এতে একজনকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত আরও একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জউপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/জানুয়ারি ১১, ২০১৭)