দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘যারা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। যে কোনো অপরাধের তথ্য আপনারা পুলিশকে জানাবেন। পুলিশ ওই সকল অপরাধীদের সমূলে ধ্বংস করবে।’

রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে বুধবার (১১ জানুয়ারি) ডিএমপি ওয়ারী বিভাগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে ১৪০০ কম্বল বিতরণ করেন এবং শিশুদের মাঝে শীতের কাপড়, সোয়েটার, কার্ডিগান, উলের টি-শার্ট ও বয়োবৃদ্ধদের মোটা কাপড়ের শার্ট বিতরণ করেন।

আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিরীহ মানুষদের হত্যা করেছে কিছু ধর্মের অপব্যাখ্যাকারী। আমরা তাদের কঠোর হাতে দমন করতে সক্ষম হয়েছি। যারা মাদক ব্যবসা করে তারা সমাজ ও দেশের শত্রু। আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না। আমরা আপনাদেরই ভাই, আপনাদের পরিবারেরই সন্তান।’

ডিএমপি কমিশনার আরো বলেছেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আপনাদেরকে নিরাপদ রাখা এবং যে কোনো দুর্যোগে পাশে থাকা আমাদের কর্তব্য। আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের আইনী, সামাজিক ও নৈতিক দায়িত্ব। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, চোরাচালানি ও টেন্ডারবাজি যেই করুক, তাকে কঠোর হাতে দমন করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ কমিশনার শাহাব উদ্দিন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার জামিল আহমেদসহ ডিএমপির উধ্বর্তন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জেডটি/জানুয়ারি ১১, ২০১৭)