দ্য রিপোর্ট প্রতিবেদক :  রাজধানীর শান্তিনগর চামেলীবাগ এলাকার একটি ভবনের ৬ তলায় শারমিন সুলতানা (৬৫) নামের এক বৃদ্ধা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শারমিন সুলতানা পল্টন থানার ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী রেজা খানের মা।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।

আলী রেজা খান বলেছেন, ‘১০ জানুয়ারি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে একজন আমাকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দি উদ্যানে আওয়ামী লীগের জনসভায় না যাওয়ার জন্য বলে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি কে? তখন সে বলে আমি খালেদের ছোট ভাই। তবে আমি জনসভায় গিয়েছিলাম।’

প্রসঙ্গত, খালেদ মাহমুদ ভুঁইয়া মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

আলী রেজা খান আরও বলেছেন, ‘দুর্বৃত্তরা আমাকে খুঁজতে বাসায় এসেছিল। কিন্তু তারা আমাকে না পেয়ে মাকে গুলি করেছে।’

আহত শারমিন সুলতানা জানিয়েছেন, সন্ধ্যায় ২/৩ জন তার ছেলেকে খুঁজতে বাসায় আসে। তাদের পরিচয় জানতে চাইলে তারা তাকে লক্ষ্য করে ২/৩ রাউন্ড গুলি করে। এতে তার কোমরের ডান পাশে গুলি লাগে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

তবে কে বা কারা তাকে গুলি করেছে তা বলতে পারেননি তিনি।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন।

(দ্য রিপোর্ট/আরএস/এমএইচএ/জেডটি/এনআই/জানুয়ারি ১১, ২০১৭)