গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা মো. ফজলুল হক (৫৬) নামে এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

ইজতেমার মুরুব্বী মো. গিয়াস উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ খিত্তায় অবস্থানকারী ওই মুসল্লি সকালে পানি আনতে খিত্তার বাইরে যান। পানি নিয়ে খিত্তায় ফিরেই তিনি অসুস্থ্যবোধ করেন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জোহরের পর ইজতেমা ময়দানে তার জানাযা নামাজ শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম দফা শুক্রবার থেকে শুরু হবে। এ দফায় যোগ দিতে ১৭ জেলার মুসল্লিরা টঙ্গীর ইজতেমাস্থলে আসছেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/জানুয়ারি ১২, ২০১৭)