বরিশাল অফিস : বরিশালের গৌরনদীতে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মো. আলমগীর হোসেন (৫৩) নামে একজনকে আটক করা হয়েছে। 

গৌরনদীর উপজেলা বাসস্ট্যান্ড থেকে বুধবার (১১ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও দুটি স্থানে অভিযান চালিয়ে ৩টি ৭ দশমিক ৬৫ মি. বিদেশি পিস্তল, ১টি বিদেশি ওয়ান শুটারগান, ১টি বিদেশি কাটা রাইফেল এবং ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত আলমগীর হোসেন গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের হাজী ফজলুল হক হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় র‌্যাব-৮ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার-উজ-জামান।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আটক আলমগীর অস্ত্র ব্যবসার পাশাপাশি অস্ত্র ভাড়া দেওয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড করত। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে আরও ৩-৪ জন জড়িত রয়েছে। তারা রাজধানীতে আত্মগোপন করে আছে। তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালানো হবে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এম/জানুয়ারি ১২, ২০১৭)