দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে দুর্দান্ত ভঙ্গিতে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। টেস্ট ক্যারিয়ারে যেটি তার ২০তম হাফসেঞ্চুরি।

বৃহস্পতিবার ওয়েলিংটনের প্রচন্ড বাতাস আর হিম শীতল সকালে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দারুণ সূচনা আসে তামিমের ব্যাট থেকে। এক পর্যায়ে দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারে ২০তম হাফসেঞ্চুরি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ হাফসেঞ্চুরি। এই হাফসেঞ্চুরি তুলতে তামিম খরচ করেন ৪৭টি বল। যেখানে তিনি হাঁকিয়েছেন ১০ টি চার।

এদিকে, হাফসেঞ্চুরি পূর্ণ করার পর একটি চার হাঁকিয়ে ব্যাক্তিগত ৫৬ রান করে বোল্টের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তামিম।

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন শেষে ৩ উইকেট হারিয়ে সফরকারী বাংলাদেশ সংগ্রহ করেছে ১৫৪ রান। ৬৪ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল। এই ইনিংস খেলতে তিনি বল খরচ করেছেন ১১০টি। ১০ চার ও ১ ছক্কার সাহায্যে এই রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া মাহমুদউল্লাহর বিদায়ের পর তার সঙ্গে যোগ দিয়ে ৫ রানে অপরাজিত রয়েছেন সাকিব।

(দ্য রিপোর্ট/এজে/জানুয়ারি ১২, ২০১৭)