দ্য রিপোর্ট প্রতিবেদক : বৃহস্পতিবারের (১২ জানুয়ারি) লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপাত্য লক্ষ করা গেছে। এদিন টপ টেন গেইনারে উঠে এসেছে ৭টি বা ৭০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

টপ টেন গেইনারে উঠে আসা মিউচ্যুয়াল ফান্ডগুলো হল-আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এদিন মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯.৩৮ শতাংশ দর বেড়েছে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের। আর পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.২০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.০৩ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭.৯৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৭.৬৯ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬.৫২ শতাংশ ও পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৪৫ শতাংশ দাম বেড়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/জানুয়ারি ১২, ২০১৭)