দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে দেখতে হাসপাতালে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রদূত গুলশানের ইউনাইটেড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মওদুদকে দেখতে যান। তিনি এ সময় বিএনপি নেতার পাশে কিছু সময় কাটান এবং তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। পরে তিনি কর্তব্যরত চিকিৎসকের কাছে তারসর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর দিরিপোর্ট২৪কে এ তথ্য জানান।

গত রবিবার বুকে ব্যাথা অনুভূত হওয়ায় মওদুদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ ও তরিকুল ইসলামের আরোগ্য কামনা করে দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তরিকুল ইসলাম গত ৬ অক্টোবর থেকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে যশোর থেকে ঢাকায় আনা হয়।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)