দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছরে ম্যাড থেটার প্রযোজিত  ‘নদ্দিউ নতিম’ নাটকের প্রথম প্রদর্শনী হবে শুক্রবার(১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। ২০১৭ সালের শুরুতে এটি ‘নদ্দিউ নতিম’ নাটকের ১৭তম প্রদর্শনী।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান এবং আবহসঙ্গীত আর্য মেঘদূত।

গত বছর জুলাই মাসে ম্যাড থেটার হুমায়ূন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী ও নভেম্বর মাসে ৬৮তম জন্মদিন পালন করে স্মৃতিচারণ ও ‘নদ্দিউ নতিম’ নাটকের ২টি বিশেষ প্রদর্শনী উৎসর্গের মাধ্য দিয়ে।

এটি ম্যাড থেটারের প্রথম নাট্যপ্রযোজনা। ২০১৫ সালের অক্টোবরে নাটকটি মঞ্চে আনে ম্যাড থেটার।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ৯, ২০১৭)