দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের অন্যতম গুণী অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম। থিয়েটারের মানুষ তাকে পাভেল নামেই ডাকে। আরণ্যক নাট্যদলের হয়ে থিয়েটার চর্চায় যুক্ত হওয়া এবং পরবর্তীতে প্রাচ্যনাটের হয়ে মঞ্চকে আলোকিত করছেন আজাদ আবুল কালাম। মঞ্চে তার অভিনীত কিংবা তার লেখা এবং নির্দেশিত নাটক ব্যাপকভাবে প্রশংসা কুড়িয়েছে দেশে-বিদেশে।

টিভি নাটক এবং সিনেমায় সমানতালে অভিনয় করে চলেছেন। দেশের অন্যতম গুণী এই শিল্পী এবার অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন। আগামীকাল ১০ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনকে উপলক্ষে করে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনে অনুষ্ঠিত হয়েছে প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আজাদ আবুল কালাম বলেন, ‘আমরা যারা পেশাদার অভিনয়শিল্পী হিসেবে কাজ করছি তারা স্বপ্ন দেখি অভিনয় করে যেন সামাজিকভাবে সম্মানজনক মর্যাদা পায়।’

তিনি আরো বলেন, অভিনয়শিল্পীরা ঐক্যবদ্ধ হয়েছে। এখন নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব আসুক। শিল্পীরা যেন সম্মান নিয়ে মাথা উঁচু করে সমাজে থাকতে পারে। শিল্পীদের সামাজিক মর্যাদা তৈরি হয়।’

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ৯, ২০১৭)