দ্য রিপোর্ট প্রতিবেদক : রাশিয়ার নাট্যদল চেখভ স্টুডিও এখন বাংলাদেশ ভ্রমণ করছে। এ উপলক্ষে আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় উদ্বোধনী। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার আইভানোভিচ ইগনাতভ ও মস্কোর রুশ নাট্য বিশ্ববিদ্যালয়ের (জিআইটিএস) নির্দেশনা অনুষদের ডিন অধ্যাপক ভ্লাদিমির বাইচার।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ও চেখভ স্টুডিওর বাংলাদেশ নাট্যভ্রমণের প্রধান সমন্বয়ক ইসরাফিল শাহীন।

উদ্বোধনী বক্তব্যের পর নন্দন মঞ্চে চেখব স্টুডিও আন্তন চেখভের নাটক গাংচিল অবলম্বনে ‘চেকভ ও গাংচিল’ পরিবেশন করে। এ নাট্যদলটি ৯ ও ১০ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে তাদের নাট্য পরিবেশনা উপস্থাপন করবে।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ৯, ২০১৭)